Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩৮ বার দেখা হয়েছে

কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কাল পলাশবাড়ীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

২০২৪ সালের ২৪ ডিসেম্বর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠের জনসভা থেকে তোলা।—ছবি: ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক►

১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ী সফর উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে একটি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির এবং গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম বলেন, জনসভায় ১০ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত গাইবান্ধার পাঁচটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচিতি ও ভোট প্রার্থনার কার্যক্রম পরিচালনা করা হবে।

জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হবে।

এতে বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের প্রার্থী ও জেলা সিনিয়র নায়েবে আমির বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী ও জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান। এছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মো. খায়রুল আমীন, গাইবান্ধা পৌরসভার কর্মপরিষদ সদস্য মাওলানা জোবায়ের আলী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad