
জুলাই সনদ রচিত হয়েছে শহীদদের রক্ত দিয়ে : আদিলুর রহমান খান —ছবি: পিআইডি, রংপুর।
পিআইডি, রংপুর►
স্থানীয় সরকার; পল্লী উন্নয়ন ও সমবায়; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ রচিত হয়েছে শহিদদের রক্ত দিয়ে। আর শহীদদের ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, তা বাস্তবায়নের সুযোগ এসেছে গণভোটের মাধ্যমে। এই গণভোট সাধারণ কোনো ভোট নয়, এর গুরুত্ব অনেক।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা সকলকে স্মরণ করিয়ে বলেন, সন্ন্যাসী বিদ্রোহ ও নুরুল দিনের ইতিহাস এই অঞ্চলের সাড়াঁ জাগানো ঘটনাসমূহের মধ্যে অন্যতম, যেগুলো মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ যে পথ দেখিয়েছে, সে পথে বাংলাদেশ এগিয়ে যাবে।
উপদেষ্টা আরো বলেন, বিগত ১৫ বছর এদেশের মানুষ স্বাধীনভাবে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেনি। আসন্ন নির্বাচনে মানুষ স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। বিগত দিনের মতো মানুষ যেন নির্যাতন ও আগ্রাসনের শিকার না হয়, এটি বিবেচনা করে সরকারি কর্মকর্তাদের সুষ্ঠু ও নিরেপক্ষভাবে দায়িত্ব পালন করার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন, আমরা অন্যায়, জুলুম ও ভোটবিহীন নির্বাচনের একটি দীর্ঘ সময় পার করেছি। সেই অন্ধকার থেকে বেরিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যে সংস্কার প্রয়োজন, তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। এলক্ষ্যে তিনি সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সুসম্পন্ন করার জন্য প্রত্যেকে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে ও নিষ্ঠার সাথে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে অনেকেই আত্মত্যাগ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সফল হবে। এলক্ষ্যে আসন্ন গণভোটে জনগণ তাদের মতামত ব্যক্ত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সকল ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিত সহযোগিতায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা এবং মূলাটোল মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজগার আলী প্রমুখ। এসময় রংপুর জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।