Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৩৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্লনি এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) দিবস ২০২৬ উপলক্ষ্যে গাইবান্ধায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কাচারী বাজার প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সদস্যসহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সনাকের জেলা পরিবেশ উপকমিটির আহ্বায়ক অ্যাড. আনিস মোস্তফা তোতনের সভাপতিত্বে এবং সদস্য শিরিন আকতারের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, সনাক সভাপতি আফরোজা লুপু, সহ-সভাপতি আফরোজা লুনা, পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, ভূমি বিষয়ক এসিজির সদস্য মারুফুল হক প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য জহুরুল কাইয়ুম, ডা: নুরুজ্জামান আহমেদ, জিয়াউল হক কামাল, নাহিদ হাসান চৌধুরী রিয়াদ। 

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রণীত হওয়ায় নীতি পরিকল্পনা প্রণয়নে অসঙ্গতি ও অস্পষ্টতা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতার চিত্র পাওয়া গিয়েছে। টিআইবির গবেষণাসহ নির্ভরযোগ্য বিভিন্ন তথ্য ও বিশ্লেষণমতে বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে বিবিধ অসঙ্গতি, সুশাসনের ঘাটতি, অনিয়ম এবং দুর্নীতি বিদ্যমান। তারা এসব বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

দিবসটি উপলক্ষ্যে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করে।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad