Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ৩৯ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৬

গোবিন্দগঞ্জে আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৬

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিলের ওপর হামলা ও মারপিটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার হয়েছে। রাতভর অভিযান চালিয়ে পুলিশ হামলাকারীদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের নুরুজ্জামান মিয়া, মানিক মিয়া, সুজন মিয়া, মো. তাজুল, হাবিবুর রহমান ও সামিউল ইসলাম । 

পুলিশ জানায়,  গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ । এসময় আওয়ামী লীগ নেতা ও তার লোকজন পুলিশের ওপর হামলা করে বেধড়ক মারপিট করে। তারা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।  এতে গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েস, এস আই মমিনুল  আহত হয় । পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে ১৮ জন নামীয় ও ৬০ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad