
ক্রীড়া ডেস্ক►
নেপালে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের করা ১৬৫ রানের জবাবে ১২৬ রানের বেশি করতে পারেনি থাই মেয়েরা। ৩৯ রানের জয়ে মূল পর্বে জায়গা নিশ্চিতে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
মুলপানিতে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার। শারমিন আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে আরেক ওপেনার জুরাইরিয়া ফেরদৌসের ৫৬ ও সোবহানা মোস্তারির ৫৯ রানের ইনিংসে টাইগ্রেসদের বড় পুঁজি নিশ্চিত হয়।
শেষদিকে ৬ বলে ১৫ রানের ক্যামিও খেলেব রিতুমনি। রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে আউট হন সুওয়ানান খিয়াওতো। নাথাকান চ্যান্থাম ও নান্নাপাত কোঞ্চারোয়েনকাইয়ের ব্যাটে লক্ষ্য তাড়ায় ভালোভাবেই এগোচ্ছিল থাইল্যান্ড। ব্যক্তিগত ৪৬ রানে নাথাকান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই দল।
শেষদিকে একাই লড়াই করেন নারুয়েমোল সুত্থিরুয়াং। বাংলাদেশের মারুফা আক্তার তিনটি এবং রিতু মনি ও স্বর্ণা আক্তার দুটি করে উইকেট নেন।