Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১০ ঘন্টা আগে

অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ

অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় অংশগ্রহণকারীরা ‘অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না’, ‘ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে’, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

গতবারের তুলনায় এবার দুই থেকে তিন হাজার টাকা ফি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, বিভাগ ভেদে এবছর ছয় থেকে সাত হাজার টাকা নেয়া হচ্ছে। অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ অযৌক্তিক ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে শিক্ষার্থীবান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ করতে হবে। পাশাপাশি আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করতে হবে। 

বক্তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের। হঠাৎ ফি বৃদ্ধি অনেক শিক্ষার্থীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে এই বাড়তি ফি প্রত্যাহার চাই।

গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad