Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সুপার সিক্স পর্বে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সুপার সিক্স পর্বে বাংলাদেশ

মাধুকর ডেস্ক►
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় দিয়ে সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। আরিফুল ইসলামের সেঞ্চুরি এবং অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ৪ উইকেট শিকারের সুবাদে হেসে-খেলে ম্যাচ নিজেদের করে নেয় যুবারা। 

এই জয়ে গ্রুপ-এ থেকে বাংলাদেশের পরের রাউন্ডে খেলা নিশ্চিত হলো। 

শুরুতে ব্যাট করতে নেমে ধীরে শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে রানে কাঙ্খিত গতি ছিলোনা। আদিল বিন সিদ্দিকের বিদায়ে দলের হাল ধরেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। আশিকুর রহমান শিবলি ২৭ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৫ রান করেন।  

এরপর বাকি ম্যাচ নিজের করে নেন আরিফুল ইসলাম। তার সহজাত ব্যাটিং নৈপুণ্যে দলকে এগিয়ে নিয়ে যান। দেখা পান সেঞ্চুরির। বিদায়ের আগে ১০৩ বলে করেন ১০৩ রান। চতুর্থ উইকেটে আহরার আমিনকে নিয়ে গড়া তার ১২২ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে বাংলাদেশ।

শেষ দিকে জেমসের করা ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে দল পায় বড় সংগ্রহ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। প্রান্নাভ ছেট্টিপালায়ামের ৯০ বলে ৫৭ ও উৎকর্ষ শ্রীবাস্তবের ৪৯ বলে ৩৭ রানের ইনিংস ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি টাইগারদের সামনে। ফলে ৪৭.১ ওভারে ১৭০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

যুবাদের অধিনায়ক রাব্বি ৩১ রানে চারটি উইকেট শিকার করেন। ইকবাল হোসেন ইমন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি ও আরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad