মাধুকর ডেস্ক►
আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকেন্দ্রীক অপপ্রচার বন্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে এই আশ্বাস দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকেন্দ্রীক অপপ্রচার বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক। তফসিলের পর ইসির নির্দেশনা অনুযায়ী গুজব বন্ধ করবে ফেসবুক।
আগামীতে নির্বাচন কমিশন ও ফেসবুকের মধ্যে যোগাযোগের সুবিধার জন্য দুই প্রতিষ্ঠান সমন্বয়কারী ঠিক করবে বলেও জানান তিনি। তবে এনিয়ে গণমাধ্যমে কোন কথা বলেনি ফেসবুক প্রতিনিধিরা।
এর আগে, সকালে মেটা'র সিংগাপুর অফিস থেকে তিন প্রতিনিধি ইসিতে আসেন।