Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-২-২০২৫, সময়ঃ বিকাল ০৪:১৪

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গার্ডিয়ান অফ ক্লাইমেট অ্যাকশনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

এসময় বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী গাইবান্ধা জেলায় শতাধিক ইটভাটার কার্যক্রম রয়েছে। কিন্তু এতসবের মধ্যে অনুমোদন আছে মাত্র ১৬টির। বক্তারা বলেন, এসব অবৈধ ইটভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, ক্ষতির মুখে পড়েছে কৃষি। কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। তাই এসব অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, জেলা শাখার সহ-সমন্বয়কারী কাফি ইসলাম লিমন, কুড়িগ্রাম  জেলা শাখার সহ-সমন্বয়কারী রাইয়ান রিফাত প্রমুখ।

এছাড়াও এ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সাংবাদিক ফেরদৌস জুয়েল ও আতিকুর রহমান আতিক, শিক্ষক ও সমাজসেবক এস.এম মনিরুরজ্জামান সবুজসহ আরও অনেকে।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad