Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১০-২০২৫, সময়ঃ বিকাল ০৫:২৬

অভিযাত্রার চার দশক উপলক্ষে গাইবান্ধা উদীচী’র পুনর্মিলনী

অভিযাত্রার চার দশক উপলক্ষে গাইবান্ধা উদীচী’র পুনর্মিলনী

মোদাচ্ছেরুজ্জামান মিলু►

সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী তাদের গৌরবের চার দশক উপলক্ষে শনিবার এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার সকালে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুলের নতুন ভবনের শ্রেণিকক্ষে উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতজ্ঞ শাহ মশিউর রহমানের সভাপতিত্বে প্রায় চার ঘন্টাব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের মিলনমেলায় বিশেষ দিক ছিলো সংগঠনের পুরাতন কর্মী ও সাংস্কৃতিক সংগঠকগণ উপস্থিত থেকে তাঁদের অভিব্যক্তি ব্যক্ত করেন। জনপ্রিয় বাচিক শিল্পী ও উদীচী গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। প্রবীন রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপের মৃত্যুসহ আমাদের মাঝে থেকে এ যাবত উদীচী’র যে সকল ভাই-বোনেরা মারা গেছেন তাদের সকলের স্বরণে লিখিত শোক পাঠ করেন বাচিক শিল্পী গৌতমাশিষ গুহ সরকার। গান গেয়েছেন রনজিৎ সরকারসহ এবং গীত গেয়েছেন সাধন। আলোচনা করেছেন উদীচী’র উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সোনা,উদীচী গাইবান্ধার সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল হক, বাচিক শিল্পী দেবাশিষ দাস দেবু, মোস্তাফিজুর রহমান মুকুল। বক্তারগণ গাইন্ধায় সকলের সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে উদীচী’র কার্যক্রমের ও পতিষ্ঠালগ্নের সফলতা নিয়ে আলোচনা করেন। দীর্ঘ চল্লিশ বছরের অভিযাত্রায় যে অনেক চ্যালেঞ্জও ছিলো সে বিষয়গুলো নিয়ে এগিয়ে যাওয়া ও সফলতার কাহিনী আলোচকদের আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্য সংস্থার বিপুল দাস, জাহিদুল ইসলাম জাহিদ, অরুন দেব, রাজু খন্দকার, দারিয়াপুরের রেজা।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad