Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-২-২০২৫, সময়ঃ দুপুর ০১:০৭

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন-ধর্ষণ-হত্যা, হামলা, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারী আন্দোলন। 

এ কর্মসূচি থেকে অপরাধীদের বিচার এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিতে দাবি জানানো হয়েছে। 

সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আজ (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন-ধর্ষণ-হত্যা, হামলা, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড মহামারির মত বাড়ছে। যা চূড়ান্তভাবে আইনশৃঙ্খলার অবনতি এবং নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ।

বর্তমান নাজুক পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনি সরব হোন, অপরাধী আর পরিস্থিতির অবনতির জন্য দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসুন। যদি আপনি ব্যর্থ হন তাহলে এ পদে থাকার যোগ্যতা নেই।

বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার এবং নারী-শিশুসহ দেশের সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

বাংলাদেশ নারী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক নাসরিন সুলতানা রেখা এবং সামাজিক সংগঠন রেসকিউ ফোর্স গাইবান্ধার সমন্বয়ক রুদ্রনীল। 

এছাড়াও নারী আন্দোলনের জেলা সংগঠক পারুল বেগম, শামিম আরা মিনা, সাদিয়া পারভিনসহ আরও অনেকে বক্তৃতা করেন। 

শেষে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad