মাধুকর ডেস্ক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সকল ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ জানানোর আহবান জানান তিনি। ওবায়দুল কাদের জানান, আগামী ১৭ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকের দিন খুব আনন্দের।
ওবায়দুল কাদের জানান, আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন। আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করবেন।