Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৮-২০২৩, সময়ঃ দুপুর ০১:২৩

আগামী তিন দিনে সারাদেশে ফের বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

আগামী তিন দিনে সারাদেশে ফের বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মাধুকর ডেস্ক►

আগের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দেশে কমেছে বৃষ্টি। তবে কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে আগের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি কমে সারা দেশে গরম কিছুটা বেড়েছে। তবে ২৪ ঘণ্টার এই পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা একই রকম থাকবে। ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

যার ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad