নিজস্ব প্রতিবেদক ►
আগামীকাল শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে এসকেএস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের এমপি মাহমুদ হাসান রিপন।
শুক্রবার বিকেলে ভরতখালী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আন্ত:জেলা এসকেএস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন, গাইবান্ধা স্থানীয় সরকার উপপরিচালক মো: শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। প্রধান পৃষ্ঠপোষকতায় এসকেএস ফাউণ্ডেশন এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।
উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ গ্রুপের খেলায় অংশ নিবেন রংপুর ফুটবল একাদশ বনাম টাঙ্গাইল ফুটবল একাদশ।