সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, ফুলছড়ি-সাঘাটা অঞ্চলকে উন্নত সমৃদ্ধিশীল করতে আগামীতে ব্রহ্মপুত্র নদের পাড়ে ইকোনমিক জোন ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র এবং বালাসি-বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের চেষ্টা চলছে। বিশ্বদরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল এই অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের উন্নয়ন চাইলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এলজিইডি অধিদপ্তরের সাঘাটা উপজেলার অনন্তপুরে একটি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অগভীর নলকূপ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর গাইবান্ধা জেলা নির্বাহী কর্মকর্তা ছাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
শেষে এমপি রিপন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত শিক্ষার মানোউন্নয়নে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।