নিজস্ব প্রতিবেদক►
আজ ৮ ডিসেম্বর, গাইবান্ধার পলাশবাড়ী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পলাশবাড়ী উপজেলা।
জানা গেছে, ১৯৭১ সালে পলাশবাড়ী শহরের উত্তর পাশে (বর্তমান সড়ক ও জনপথ বিভাগ) পাকিস্তান সেনারা শিবির স্থাপন করে। পরে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য স্বাধীনতাকামীদের ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে গণকবর দেওয়া হয়। একই উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ীর পশ্চিম রামচন্দ্রপুরে নারী-পুরুষকে ধরে নিয়ে এসে একত্রে সারিবদ্ধ করে প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালায় পাকসেনারা। দেশ স্বাধীনের পর শহীদদের সম্মানার্থে দুই এলাকায় একটি করে নাম ফলক নির্মাণ করা হয়।
এর আগে ১৯৭১ সালের ৭ মার্চ শহরের পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাকিস্তানি হানাদার প্রতিরোধ নামে একটি কমিটি গঠন করা হয়। ওই মাসে হত্যা করা হয় পাঁচ শতাধিক নারী-পুরুষকে। অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দেওয়া। পাক বাহিনীর নানা শিহরিত ও লোমহর্ষক হত্যাযজ্ঞ চালানোর একপর্যায়ে ৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় পলাশবাড়ী।