Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-১২-২০২৪, সময়ঃ সকাল ১০:২৩

আন্তর্জাতিক পর্বত দিবস আজ

আন্তর্জাতিক পর্বত দিবস আজ

মাধুকর ডেস্ক►

আজ ১১ ডিসেম্বর, আন্তর্জাতিক পর্বত দিবস। পর্বতকে ধ্বংসের হাত থেকে রক্ষার কৌশল হিসেবে সারা বিশ্বে পর্বত দিবস পালন করা হয়।

পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

এ উপলক্ষে ঢাকাসহ দেশের পার্বত্যাঞ্চলে রয়েছে বিশেষ কর্মসূচি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘আন্তর্জাতিক পর্বত দিবস-২০২৪’ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সেমিনার কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। 

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়, ‘মাউন্টেইন সলিউশনস ফর এ সাসটেইনেবল ফিউচার-ইনোভেশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ইয়থ’।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়া সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad