Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৯ ঘন্টা আগে

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন মরক্কো

ক্রীড়া ডেস্ক►

ফুটবল বিশ্বকে আবারও চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। 

সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সোমবার (২০ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত মেগা ফাইনাালের নায়ক ইয়াসির জাবিরি। যার জোড়া গোলই আর্জেন্টাইনদের শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়।

ম্যাচের শুরু থেকেই কৌশলগতভাবে দুর্দান্ত ফুটবল খেলে মরক্কো। মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯ মিনিটে আবারও তার গোলে ব্যবধান দ্বিগুণ করে ‘আটলাস কাবস’রা।

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি। পুরো টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। 

এই জয় কেবল মরক্কোর প্রথম যুবা বিশ্বকাপ শিরোপাই নয়, এটি তাদের ‘সোনালী প্রজন্মের’ হাত ধরে লেখা এক নতুন ইতিহাস। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল।

২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পর ২০২৫ সালে চিলিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার সুযোগ পায় মরক্কো। প্রায় ২০ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরেই শিরোপা জয়ের এই অবিশ্বাস্য কীর্তি গড়ল মরক্কো। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।

এদিকে টানা ছয়টি ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হিসেবেই ফাইনালে এসেছিল আর্জেন্টিনা। দিয়েগো প্লাসেন্তের শিষ্যদের জন্য ‘সপ্তস্বর্গে’ পৌঁছানোটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও জালের দেখা পেল না আর্জেন্টাইনরা। এতে ফেবারিট হয়েও শূন্য হাতেই মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইনদের।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad