Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৩-২০২৩, সময়ঃ দুপুর ১২:১৪

ইউপি নির্বাচনে চরের ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি

ইউপি নির্বাচনে চরের ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি

ভবতোষ রায় মনা ►

ইউপি নির্বাচনে চরের ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যা চোখে পড়ার মত। শৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে নারীরা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। এ চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শুধু চর কাবিলপুর নয়, ইউনিয়নের ৯টি কেন্দ্রের চিত্র একই। 

আজ বুধবার (১৬ মার্চ) উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায়। বিরতহীনভাবে চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও বাড়ছে জোরেসড়ো। সেই সাথে ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরের এলাকায় মানুষের জন্য সরগরম হয়ে উঠেছে। কেন্দ্রের বাইরে ভোটের স্লিপ নেওয়ার জন্য ভোটারদের ভিড় জমেছে। ভোটকেন্দ্রে আগত নারী এবং পুরুষ ভোটারদের মধ্যে আনন্দ বইছে।

সকাল ১১টায় কৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন রহিমা বেওয়া। তিনি চরের ভাষায় বলেন, আমগরে (আমার) যারে ভালা (ভালো) নাগে, তারিই ভোটটা দিমু। যাই আমগরে দেখবো, চরত কাম করবো, তাক ভোট দিয়া তোলন (তোলা) লাগবো। আবু সাঈদ জানান, ভোটের পরিবেশ ভালো ‘ভোট দিছি সুন্দরভাবে’। 

ভোটের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) প্রার্থী ও সংরতি আসনের সাধারণ সদস্যরাও। তারা বলেছেন, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা বলেন, এত সুন্দর পরিবেশ অনেক দিন দেখিনি। ভোটাররা উৎসুক পরিবেশে ভোট দিচ্ছেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন আফছার উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে প্রার্থী হয়েছেন আবু হানিফ প্রামাণিক, আনারস প্রতীকে প্রার্থী হয়েছেন আনছার আলী মন্ডল, ঘোড়া প্রতীকে প্রার্থী হয়েছেন মিলন মিয়া, চশমা প্রতীকে প্রার্থী হয়েছেন জালাল উদ্দীনসহ ৫ জন, সংরতি মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, ফজলুপুর ইউপি নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ১৪ হাজার ১২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনের দায়িত্বরত রির্টানিং কর্মকর্তা ও ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সোবাহান বলেন, এ নির্বাচন ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিকেন্দ্রে ১২ জন করে পুলিশ সদস্য, ১৭ জন করে আনসার সদস্য ছাড়াও বিজিবি, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোক দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান বলেন, সুষ্ঠু, নিরপে ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad