পলাশবাড়ী প্রতিনিধি►
গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে দিয়েছে সরকার। সেই স্বাস্থ্যকেন্দ্রের অস্তিত্ব থাকলেও নেই ডাক্তার, রোগী থাকলেও নেই সেবা। এভাবেই চলছে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টা ৪৫ মিনিটেও স্বাস্থ্যকেন্দ্রে ঝুলছে তালা। পার্শ্ববর্তী গ্রামের আব্দুল কুদ্দুস নামে একজন এসেছেন সেবা নিতে। কিন্তু সকাল ১০টা নাগাদও স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলে থাকতে দেখে ফিরে যাচ্ছিলেন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ডাক্তার দেখানোর জন্য এসছিলাম। সকাল ১০টা পার হলো এখনও কেউ নাই। আমরা রোগীরা যাবো কোথায়?
জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রটিতে পদ রয়েছে ৫টি। এর মধ্যে এফ ডব্লিউ ভি পদ ছাড়া ৪ জন কর্মরত রয়েছেন।
স্থানীয় গ্রামের মারুফা আলম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকার কথা থাকলেও কর্মকর্তারা ইচ্ছেমত সময়ে এসে স্বাস্থ্য কেন্দ্র খোলেন। অনেকে এসে বন্ধ দেখে হতাশ হয়ে ঘুরে যান। কয়েক ঘণ্টার জন্য খোলা থাকলেও ঠিকমত চিকিৎসা ও ওষুধ পাওয়া যায় ন।
উপজেলায় ২ জন এমসিএইচএফপি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র দেখেন। এর মধ্যে ডা. মারজান আবইয়াতকে মুঠোফোনে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি ছুটিতে আছেন বলে জানান। তবে রবিবার এ ব্যাপারটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।