নিজস্ব প্রতিবেদক ►
আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার জেলা আইন শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার, সহকারি কমিশনার মৌমিতা গুহ ইভা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।
সভায় আসন্ন ঈদ আজহা উপলক্ষে হাটে ক্রেতাদের কাছ থেকে যেন খাজনা বেশী না নেয়া, সড়ক-মহাসড়কে যানজট সৃষ্টি না হওয়া, হাটে জাল টাকা পরীক্ষা যন্ত্র ব্যবহার, করোনা মোকাবেলার জন্য মাইকিং করা, হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।