রংপুর সংবাদদাতা ►
রংপুরে র্যাব ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে ঈদ উপলক্ষে ঘরে ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের সেবা দেওয়ার জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর অর্জন মোড়ে (মডার্ন মোড়) এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা। এসময় র্যাব ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব-১৩ এর অধিনায়ক ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাংবাদিকদের বলেন, ঈদে ঘরে ফেরা মানুষর অনেক সময় পথে বিপদগ্রস্ত হয়, তাদের সাহায্য করার কেউ থাকে না। তাই ঈদ উদযাপন করতে ঘরে ফেরা মানুষ এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পথে যদি কেউ কোন সমস্যায় পড়েন তাদের সাহায্য করবে র্যাব ও পুলিশ সদস্যরা। সেই সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।
এই সেবা কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সেবা প্রদান উপলক্ষে পৃথক দুটি সেবাকেন্দ্র খোলা হয়েছে। র্যাবের সেবা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘র্যাব সার্পোট সেন্টার’ এবং মেট্রোপলিটন পুলিশের সেবা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘সাব কন্ট্রোল রুম’। রাতদিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু থাকবে। এছাড়া সেবা কেন্দ্রে পানিসহ অন্যান্য সহায়তা সামগ্রী থাকবে। জনগণকে সতর্ক করতে মাইকে প্রচারণা চালানো হচ্ছে। গভীর রাতে যাতে কোন যাত্রী ছিনতাইকারী চক্রের খপ্পরে না পড়েন এজন্য কঠোর নজরদারির ব্যবস্থা রাখ হয়েছে।