নাগেশ্বরী প্রতিনিধি ►
কুড়িগ্রামের নাগেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাতের সময় এক মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুসল্লির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই মুসল্লির নাম শামসুর রহমান (৬৫)। তিনি নাগেশ্বরী পৌরসভার সাঞ্জুয়ারভিটা (সেনপাড়া) এলাকার বাসিন্দা। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, মোনাজাতের সময় ওই মুসল্লি মারা যান।