নিজস্ব সংবাদদাতা
গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা একতা-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লুৎফর রহমান মন্ডল গতকাল সোমবার সকাল আনুমানিক ৯টায় অসুস্থতাজনিত কারণে শহরের প্রফেসর কলোনীতে তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান।
সোমবার বাদ জোহর গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে তার নামাজে জানাজা শেষ হবার পর পাশেই পৌর গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি একতা-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এর পাশাপাশি গাইবান্ধা উন্নয়ন নটেওর্য়াক-এর সদস্য ও এডাব গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিবের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে এসকেএস ফাউ-েশন, উদয়ন স্বাবলম্বী সংস্থা, গণ উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।