নিজস্ব প্রতিবেদক►
অন্যান্য বছরের তুলনায় এ বছর উত্তরাঞ্চলের গাইবান্ধা এবং কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা অনেক বেশি। সকাল-সন্ধ্যা ঘনকুয়াশায় আছন্ন থাকে এই অঞ্চলের গ্রামগঞ্জ এবং শহরের বিস্তীর্ণ এলাকা। প্রতিবছর এই অঞ্চলের অসহায় দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের কষ্ট বৃদ্ধি পায় কয়েক গুণ হারে। শীতের মধ্যে খেটে খাওয়া দিনমজুর ও রিকসাভ্যান এবং অটোরিকসা চালকদের কষ্টের পরিমাণ বৃদ্ধি পায়।
শীতের মাত্রা বিবেচনায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এই অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করে। এরই অংশ হিসেবে এনআরবিসি ব্যাংকের সহাযোগিতায় এসকেএস ফাউন্ডেশন অসহায় দরিদ্র শীতে আক্রান্ত রিকসা ও ভ্যানচালক এবং দিনমজুরদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৪৮৮পিচ টুপি সংযুক্ত সোয়েটার (হুডি) বিতরণ করে।
১০-২৩ জানুয়ারি পর্যায়ক্রমে গাইবান্ধা জেলার- সাঘাটা, গাইবান্ধা সদর এবং সাদুল্লাপুর উপজেলার ৫টি উপ-শাখা সংলগ্ন হাটবাজার এলাকা এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত বাবসবাসরত রিকসা ও ভ্যানচালক, সংবাদপত্র বহনকারী হকার, কুলি দিনমজুর শ্রমিকদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি এনজিওকর্মী এবং ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণকার্য সম্পন্ন করা হয়।