নিজস্ব প্রতিবেদক►
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, “ভোটার কিন্তু আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। ভোটার কিন্তু কমিশন এনে দেবে না। এবার কিন্তু আমরা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই মাঠে নেমেছি।”
আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রার্থীদের উদ্দেশ্যে ইসি রাশেদা বলেন, “আপনারা অবশ্যই ভোটার আনবেন। ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্র আমরা তৈরি করব। এই পরিবেশ বজায় যাতে থাকে সেইজন্য আমরা কাজ করে যাচ্ছি।“
তিনি আরও বলেন, নির্বাচনকে স্বচ্ছ, পরিচ্ছন্ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ইসির একার পক্ষে তা করা সম্ভব নয়। সরকারের সকল বিভাগকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সহযোগীতায় একটি অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন হলে তা দেশ বিদেশে প্রসংশিত হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আজিজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, প্রিজাইডিং অফিসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।