Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৬

এল.আই.সি গাইবান্ধায় কর্মীদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এল.আই.সি গাইবান্ধায় কর্মীদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

আন্তর্জাতিক লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন "এল.আই.সি গাইবান্ধায় কর্মীদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন  "এল. আই.সি  গাইবান্ধা এজেন্সি শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের শনিমন্দির রোডস্থ এজেন্সি অফিস কার্যালয়ে কর্মীদের বিশেষ ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ভারত থেকে আগত এলআইসি বাংলাদেশ এর ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও শাশ্বত রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত থেকে আগত  এলআইসি বাংলাদেশ এর প্রধান মার্কেটিং কর্মকর্তা  অভিজিৎ ভট্টাচার্য।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার ব্রাঞ্চ ম্যানেজার রমানাথ বর্মন, ইউনিট ম্যানেজার রওশনুল ইসলাম ও শাহাফুল ইসলাম পিটার, ফিল্ড কর্মকর্তা সাংবাদিক সঞ্জয় সাহাসহ অনেকে। বক্তারা বলেন,আন্তর্জাতিক লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। দাবী পুরনে বর্তমানে এল.আই.সি প্রথম।  এর গ্রাহক সংখ্যা প্রায় ৩৫ কোটি। লাইফ ফান্ড প্রায় ৪২  লক্ষ ৩০ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, ট্রেনিং প্রোগ্রামে ১০ লাখ টাকার শিশু শিক্ষা বীমা পলিসি গ্রহন করেন গাইবান্ধা শহরের  পুরাতন বাজার এর বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা। এর আগেও তিনি ১১ লক্ষ টাকার "নব জীবন আনন্দ " পলিসি গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad