নিজস্ব প্রতিবেদক ►
এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূলে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়রী ২০২৩ ইং তারিখে সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূলে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে দুইশতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন এসকেএস আই হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এমএ আউয়াল।
আন্ধেরী হিলফ্ বন র্জামানী এর অর্থায়নে ও এসকেএস ফাউণ্ডেশনের আয়োজনে এ চক্ষু ক্যাম্প উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ তাজউদ্দীন আহম্মদ। ক্যাম্পে উপস্থিত দুইশতাধিক রোগীর মধ্যে ২৭ জন চোখের ছানি রোগী বাছাই করা হয়। এই ২৭ জনকে এসকেএস আই হাসপাতালে নিয়ে এসে বিনামূল্যে তাদের চোখের ছানি আজ (২৬জানুয়ারী ২০২৩ তারিখে) অপারেশন করা হবে। অন্যান্য চোখের রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়।