আশরাফুল আলম, বিশেষ সংবাদদাতা►
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস্টার কারাসাওয়া সিনজু এবং সেকেন্ড সেক্রেটারি মিস্টার মাকিগুচি ইয়াসাইওকি।
দুইদিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) এসকেএস আই হাসপাতাল ও কমিউনিটি বেতার রেডিও সারাবেলা পরিদর্শন করেন তারা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এসকেএস আই হাসপাতালে চোখের অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিনপত্র ব্যবস্থাপনা এবং চক্ষু চিকিৎসা সেবা সংক্রান্ত কার্যক্রম ঘুরে দেখেন জাপান দূতাবাসের ওই দুই কর্মকর্তা। এসময় তারা চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জাপান দূতাবাসের কনসালটেন্ট টিটো ডিফো, এসকেএস ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি মোর্শেদ আলম সরকার ও নির্বাহী কমিটির সাবেক সভাপতি মো. আইয়ুব আলী, এসকেএস হাসপাতালের পরিচালক ডা. এসি সাহা, এসকেএস আই হাসপতালের পরিচালক ডা. এস এম বরাত-উল-ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এসকেএস আই হাসপাতাল পরিদর্শন শেষে দূতাবাসের কর্মকর্তারা জাপান দূতাবাসের সহায়তায় স্থাপিত রেডিও সারাবেলার সম্প্রচার কার্যক্রম ঘুরে দেখেন এবং রেডিওর কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
এর আগে, সোমবার (১৪ জুলাই) দূতাবাসের ওই দুই কর্মকর্তা এসকেএস স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসের পরিবেশ, পাঠদানের কৌশল এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে খোঁজ নেন। পরে তারা প্রতিষ্ঠানটির শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।