নিজস্ব প্রতিবেদক►
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে এসকেএস ফাউণ্ডেশন। দিবসটি উপলক্ষ্যে গাইবান্ধা, বরিশাল এবং মৌলভীবাজার জেলায় পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল ৭টায় গাইবান্ধা পৌরপার্কে হাত ধোয়া অনুশীলনের শুভ উদ্বোধন করেন প্যানেল মেয়র শহীদ আহমেদ। এসময় পৌরসভার সচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্যানেল মেয়র বলেন, “হাত আমাদের শরীরের বিভিন্ন স্থানে যায়। তাই হাতের মাধ্যমেই আমাদের শরীরে রোগের বিস্তার ঘটে। তাই সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেনতা বৃদ্ধি করতে হবে।” এসময় সাবান দিয়ে সঠিক নিয়ম হাত ধোয়ার কৌশল দেখানো হয়।
এদিকে জাতীয় স্যানিটেশন মাস উদযাপনের অংশ হিসেবে একটি স্যানিটেশন প্রচারাভিযানেরও উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে গাইবান্ধা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পরিচিতির লক্ষ্যে তাদের মাঝে অ্যাপ্রোন বিতরণ করা হয়। কমিউনিটি পর্যায়ে নগরব্যাপী স্যানিটেশন ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য। গাইবান্ধা পৌরসভা ১০০ জন পরিচ্ছন্নতা কর্মীসহ পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মচারিগণ এই প্রচারাভিযানে অংশগ্রহণ করে।
Rising for Rights for Strengthening Civil Societz Network in South Asia to Achieve SDG 6 প্রকল্পের আওতায় এসকেএস ফাউণ্ডেশন গাইবান্ধা পৌরসভার পাশাপাশি গাইবান্ধায় এসকেএস স্কুল অ্যান্ড কলেজ ও সাঘাটার ভরতখালিতে নূতনকুঁড়ি বিদ্যাপীঠে শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহণে হাত ধোয়ার অনুশীলনের আয়োজন করা হয়। অন্যদিকে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র্যালি ও হাত ধোয়ার অনুশীলনেরও আয়োজন করা হয়।
এছাড়া প্রকল্পের আওতায় MAC Bangladesh-এর সহযোগিতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভায় এবং AVAS– এর সহযোগিতায় বরিশাল সিটি কর্পোরেশনে বিশ্ব হাত ধোয়া দিবসের র্যালি ও হাত ধোয়া প্রর্দশনীর আয়োজন করা হয়।