সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীকে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার, ৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল, ধুবনী কঞ্চিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান লিটন, বীরমুক্তিযোদ্ধা মো. জামিল হোসেন, ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, মো. তানজিমুল ইসলাম, মাওলানা মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সুন্দরগঞ্জের পরিসর। প্রায় ৪০ কিলোমিটার দূর কাপাসিয়া ইউনিয়ন হতে সুন্দরগঞ্জে উপজেলা শহরে গিয়ে অফিসিয়াল কাজ করে হয়। এটি জেলার মধ্যে বড় উপজেলা। ইতিমধ্যে মজুমদার বাজারের পাশে খাস জমিতে উপজেলা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মতামত নিয়েছেন মন্ত্রনালয়। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বক্তাগণ সেই সাথে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় রুপান্তরের দাবি জানান।