Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৪৫

কাউনিয়ায় অর্থনৈতিক অঞ্চল গড়ার কার্যক্রম শুরু

কাউনিয়ায় অর্থনৈতিক অঞ্চল গড়ার কার্যক্রম শুরু

মাধুকর ডেস্ক►

রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হয়বৎ খাঁ মৌজায় ২৫৪ একর খাস জমিতে এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। ইতোমধ্যে জমি নির্বাচনের কাজ চূড়ান্ত হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা’ কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোছা. আরজু আরা বেগম ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রংপুর জেলার কাউনিয়ায় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে এখানে শিল্পকলকারখানা নির্মিত হবে এবং ব্যাবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এর ফলে এ অঞ্চলের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে।

উল্লেখ্য, সরকার সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad