গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ন হওয়ায় সুষ্ঠু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। নজরদারী ও তদারকি না থাকায় চুরি হচ্ছে জানালা, দরজাসহ প্রচীরের ইট। ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করা হলেও প্রয়োজনের তাগিদে ঝুঁকিপূর্ণ অন্য একটি আবাসিক ভবনে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম।
গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে ১২ কিমিঃ দুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চিলিক সড়ক সংলগ্ন কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরের পাশেরই কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির অবস্থান। ১৯৯২ সালে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। সংস্কার ও দেখভালের অভাবে সামান্য বৃষ্টিতেই এখন ছাদ চুইয়ে পানি পড়ে। মাঝে খসে পড়ে ছাদের প্রলেস্তারা। নিরাপত্তার কথা বিবেচনা করে এই ভবনটি প্রায় ১০/১২ বছর আগে পরিত্যাক্ত করা হয়। সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে ইট চুরির পাশাপাশি হাসপাতাল ভবনের জানালা ও দরজা চুরি করে নিয়ে যাচ্ছে। পুরো ভবনের ছাদ আগাছায় ভরে গেছে। পরিত্যাক্ত ঘোষনা করা হলেও ঝুকিপূন্য এই ভবনের পাশেই আবাসিক ভবনের একটি কক্ষে চলছে ইউনিয়নের বিপুল জনগষ্ঠীর স্বাস্থ্য সেবা কার্যক্রম। এমন অবস্থায় প্রয়োজনী চিকিৎসা নিতে আসা রোগীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন ।
কাটাবড়ী ইউনিয়নের বাগদা কলোনীর জেষ্ঠ্য নাগরিক হাসনা বানু (৭৫) হালিমা বেগম (৮০), নববিবাহিত নসিরাবাদের মৌসুমী আকতার (১৮), পলুপাড়া গ্রামের জরিনা বেগম (২৫) বলেন জ¦র, সর্দি কাশির মত ঠান্ড জনিত রোগ,বয়স সন্ধিকালীন সেবা, গর্ভকালিন যতœ এবং মা ও শিশুদের সেবা নিতে আসা হয়। কিন্ত ভবনের জীর্ণদশার কারণে নিয়মিত চিকিৎসক না আসা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন তারা। সেই অবিলম্বে জরাজির্ণ পরিত্যাক্ত ঘোষনা করা ওই ভবনটি অপসরন করে সরকারের কাছে দ্রুত আধুনিক নতুন একটি ভবন নির্মানের দাবি জানান।
কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্যাকমো মুনশাদ, ভবন সমস্যার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল সংঙ্কট তাই প্রতিদিন বিপুল সংখ্যক জনগষ্ঠীকে স্বাস্থ্য সেবা দেওয়া খুবই কঠিন হয়ে পরেছে। এছাড়াও অতিরিক্ত রোগীর চাপ থাকায় সঠিক ভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছেনা। জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক নতুন একটি ভবন নির্মান হলে অনেক সম্যায় দুর হবে আশা করেন।
কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, স্থানীয়দের সুবিধা ও স্বাস্থ্য সেবার প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত নতুন ভবন নির্মাণ করা জরুরী । তাই আধুনিক নতুন একটি ভবন নির্মাণ করাসহ প্রয়োজনিয় চিকিৎসক ও জনবল নিয়োগ দিয়ে সরকার মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানাই।
গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডাঃ সাইফুল ইসলাম বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রটির নতুন ভবন নির্মাণের অগ্রাধিকার দিয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে। সেই সাথে সেবা প্রদানে চিকিৎসা, জনবলসহ প্রয়োজনীও সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।