Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-২-২০২৩, সময়ঃ রাত ০৭:২৭

কিশোরদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কিশোরদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

কৈশোর বিকাশের অংশ হিসেবে এসকেএস ফাউণ্ডেশন কিশোরদের জন্য ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার অংশ হিসেবে আজ  বৃহস্পতিবার  গাইবান্ধা সদর উপজেলার পৌর এলাকায় অবস্থিত জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪নং ওয়ার্ডের পশ্চিম গোবিন্দপুর কিশোর ক্লাব ৫নং ওয়ার্ডের আদর্শপাড়া কিশোর ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুবক্কর সিদ্দিক স্বপন।

ফাইনাল খেলার আগে গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডের কিশোর ক্লাবসমূহ এই ফুলবল প্রতিযোগিতায় অংশ নেয়। এসকেএস ফাউণ্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতা কৈশোর কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক, মো. আব্দুর রউফ মিয়া ও বিশিষ্ট সমাজসেবক মো. সাইফুল ইসলাম হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad