গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ল্যাট্রিনের কূপ খননকালে পাশের মলভর্তি কূপ ধ্বসে আটকে পড়ে নিহত নির্মাণ শ্রমিক শাহারুল (২০)এর পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলার গুমানীগঞ্জ ইউপির সাহেবগঞ্জ তরফমনু গ্রামে দুপুরের ঘটনায় বিকাল ৫টার দিকে কূপ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শাহারুল ওই গ্রামের আজিজুল হকের পুত্র। মরদেহ উদ্ধার পরবর্তী সৎকারের জন্য উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারকে সান্তানা দিয়ে পরিবারটিকে পরবর্তীতে প্রাপ্তি সাপেক্ষে সহায়তা প্রদানের আশ্বাস দেন।