
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফুলছড়িতে দোয়া মাহফিল—ছবি: মাধুকর।
আমিনুল হক, ফুলছড়ি►
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের ৬নং ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মধু মিয়া, উপজেলা বণিক সমিতির সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।