নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা আদর্শ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন আকন্দ আর নেই। হৃদযন্ত্রের অসুস্থতাজনিত কারণে রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের কলেজ পাড়ায় তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তার জানাযার নামাজ আজ সোমবার (৯ অক্টোবর) কলেজপাড়ার গোবিন্দপুর বায়তুল সালাম জামে মসজিদে সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার গ্রামের বাড়ি সাঘাটা উপজেলার সাথালিয় গ্রামে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে শহরের কলেজপাড়ায় এবং সাঘাটা উপজেলার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক ও কর্মচারী, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।