নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল, সিভিল সার্জন ডা: আব্দুল্লাহেল মাফি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড পর্যালোচনা এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পাদনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া যেসব দপ্তরের কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সেগুলো দ্রুত নিরসনের ব্যবস্থা নেয়া হবে বলে সভায় আশ্বস্ত করা হয়।