Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২১

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ

নিজস্ব প্রতিবেদক ►

আজকের ১ম খেলায় ইয়ং প্যাগাসাস ক্লাব - ৭৭ রানে আজাদ স্পোটিং ক্লাব কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়ং প্যাগাসাস ক্লাব- ২০ ওভারে ২ উইকেট হারিয়ে মোট ২১২ রান করে। জবাবে আজাদ স্পোটিং ক্লাব- ২০ ওভারে ৯  উইকেট হারিয়ে মোট ১১৫  রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: ইয়ং প্যাগাসাস ক্লাবের- নিলয়- ১০৭ রান ৫৪ বলে। আজকের ২য় খেলায় গাইবান্ধা টাউন ক্লাব- ৩৩ রানে সি,ওয়াই,এস,এ ক্লাব কে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে গাইবান্ধা টাউন ক্লাব- ২০ ওভারে- ৯ উইকেট হারিয়ে মোট- ১৪৪ রান করে। জবাবে সি,ওয়াই,এস,এ ক্লাব- ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট- ১১১ রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: গাইবান্ধা টাউন ক্লাব- সৌরভ- ৩৬ রানে ২৭ বলে। খেলা পরিচালনাকারী আম্পায়ারগণের নাম: প্রবাল ও আসাদ

আগামীকাল ১ম খেলা ইয়ুথ ক্লাব অব কলেজপাড়া বনাম মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা ও ২য় খেলা মধ্যপাড়া ক্রীড়া চক্র বনাম জোব্বার স্মৃতি সংসদের মধ্যে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৮

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ

নিজস্ব প্রতিবেদক ►
আজকের ১ম খেলায় চৌকষ স্পোটিং ক্লাব- ৭ উইকেটে ইলেভেন স্টার ক্লাব কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইলেভেন স্টার ক্লাব- ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ৬৯ রান করে। জবাবে চৌকষ স্পোটিং ক্লাব- ১১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে মোট ৭১ রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: চৌকষ স্পোটিং ক্লাবের- সৌরভ- ৪ ওভারে, ১৮ রান, ৪ উইকেট। আজকের ২য় খেলায় জি, কে, এস, পি.- ১১৬ রানে অনির্বাণ স্পোটিং ক্লাব কে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে জি, কে, এস, পি.- ২০ ওভারে- ৬ উইকেট হারিয়ে মোট- ২১৩ রান করে। জবাবে অনির্বাণ স্পোটিং ক্লাব- ১৫.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট- ৯৭ রান করে।

মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: জি, কে, এস, পি- আলিফ- ৫৭ রানে- ৪৪ বলে ও ২.৩ ওভার- ৫ রান- ৪ উইকেট নিয়ে। খেলা পরিচালনাকারী আম্পায়ারগণের নাম: প্রবাল, বাবু, আরিফ ও আসাদ।

আগামীকাল ১ম খেলা রুজ স্মৃতি সংসদ বনাম যুব সংসদ ও ২য় খেলা টেবিল টেনিস সংস্থা বনাম সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad