নিজস্ব প্রতিবেদক ►
জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে আবু সাইম সরকার মুক্তারকে আহবায়ক ও আশরাফুজ্জামান হুমায়নকে সদস্য সচিব করা হয়েছে। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মো. শরীফ মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন সংগঠনের গঠনতন্ত্রে প্রদত্ত সাংগঠনিক ক্ষমতাবলে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম খান এর সুপারিশক্রমে এক সাংগঠনিক আদেশে জাতীয় ছাত্র সমাজ, গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন।
৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে আবু সাইম সরকার মুক্তারকে আহবায়ক ও আশরাফুজ্জামান হুমায়নকে সদস্য সচিব করা হয়। এই কমিটি আগামী ৩৫ দিনের মধ্যে জেলার আওতাধীন সকল কলেজ/উপজেলা/থানা কমিটি গঠন করে জেলা শাখার সম্মেলনের আয়োজন করবে।
এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু সাইম সরকার মুক্তার বলেন, দীর্ঘদিন পর হলেও সম্মেলন প্রস্ততি কমিটি ঘোষণা হওয়ায় গাইবান্ধা জেলায় জাতীয় ছাত্র সমাজের রাজনৈতিক ও সংগঠনের কর্মকাণ্ড আরও গতিশীল হবে। নির্ধারিত সময়ের মধ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। আশা করি এই সম্মেলনের মধ্যে দিয়ে পরীক্ষিত ও ত্যাগী প্রকৃত নেতাকর্মীরা নেতৃত্বে উঠে আসবেন।