নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা/কর্মচারী সমিতি গাইবান্ধা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও এক জমকালো ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা: আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন সহকারী প্রকৌশলী (ভা:) মো:সিরাজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা/কর্মচারী সমিতির গাইবান্ধা জেলা শাখার নব-নির্বাচিত কমিটি সভাপতি মো: ইসমাইল হোসেন, সহ-সভাপতি মোছা: শারমিন সুলতানা সুমনা, সাধারণ সম্পাদক মো:মশিউর রহমান, সহ-সাধারল সম্পাদক মো:রাশেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদন শ্রী রাজকুমার চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মো:মারুফুল হক, প্রচার সম্পাদক শ্রী রতন কুমার, সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল মান্নান, ক্যাশিয়ার মো:নওশা আলী, কার্যকরী সদস্য মিজানুর রহমান, কায়সার আলী, আবুল কাশেম, জসিম উদ্দিনসহ সকল সদস্যকে ফুলের মালা দিয়ে বরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর সদস্যবৃন্দ, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, আমন্তিত অতিথি বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে এবিএম ছাত্তার।