Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৭-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৩

গাইবান্ধা জেলা রিকশা, ভ্যান ও মিশুক শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

গাইবান্ধা জেলা রিকশা, ভ্যান ও মিশুক শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা জেলা রিকশা, ভ্যান ও মিশুক শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২১ জুলাই) বেলা ১১টার দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোছা. মাকছুদা বেগম; জেলা রিকশা, ভ্যান ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজুর রহমান বাবু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও আশরাফুল আলম মিলন, সাবেক সাধারণ সম্পাদক মজনু মিয়া ও কাজী ওয়াদুদ ও বাদল খান। সাবেক সাধারণ সম্পাদক কাওসার শাহ মাহমুদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের রিকশা, ভ্যান ও মিশুক শ্রমিকেরা সভায় অংশ নেন। 

সভায় বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তাদের অধিকার আদায়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের নির্বাচনের জন্য কমিশন গঠনের বিষয়েও আলোচনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad