নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী নাহিদ রসূল। এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
গত ১৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারী করা হয়। কাজী নাহিদ রসূল-এর আগে গাইবান্ধায় জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন মো: অলিউর রহমান। নতুন জেলা প্রশাসক হিসেবে কাজী নাহিদ রসূলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাইবান্ধাবাসী।