নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চাপা দেয়া বাস ও হেলপারকে আটক করা হয়েছে।
আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম উপজেলার আমলাগাছী এলাকার মেহের আলীর স্ত্রী। আটক হেলপারের নাম কনক মিয়া (২৪)। তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জগনন্নাথপুর এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সময় জোসনা বেগম রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জোসনা বেগম মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাস ও হেলপারকে আটক করে র্যাব। খবর পেয়ে পুলিশ বাসসহ হেলপারকে থানা হেফজতে নেয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, বাস ও হেলপারকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।