নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ২নং সংরক্ষিত কাউন্সিলর পদে আগামী ২৮ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার কর্তৃক ২০ মার্চ ২০২৪ তারিখের স্মারক নং ১৭.০০.০০০০.০৩৪.৩৮.০০৩.২৪ (অংশ-১)-২৩১ নং বিজ্ঞপ্তি মোতাবেক স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(৩) অনুযায়ী ওই পৌরসভার ২নং সংরক্ষিত কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিসের গণবিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে একটানা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ মার্চ, মনোনয়পত্র যাচাই বাছাই ১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল, ভোট গ্রহণ ২৮ এপ্রিল।
উল্লেখ্য, পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ২নং সংরক্ষিত কাউন্সিলর মমতা সরকার সম্প্রতি মৃত্যুবরণ করেন। ফলে নির্বাচন কমিশনার ওই তিনটি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন।