নিজস্ব প্রতিবেদক ►
অঙ্কুরেই বিনষ্ট হলো পিপলস্ ফুটওয়্যার এন্ড লেদার গুডস এর স্বত্বাধিকারী রেজবিন এর স্বপ্ন। তিনি নিজ এলাকার বেকারত্বের কথা চিন্তা করে ২ শতাধিক লোকের কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক শিল্প নগরীতে জুতার কারখানা তৈরীর প্রকল্প হাতে নেন। তিনি একজন সফল নারী উদোক্তা হিসেবে জাতীয় পর্যায়ে বেশ সুনাম অর্জন করেছেন।
ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্প নগরী এলাকায় পিপলস ফুট ওয়্যার অ্যান্ড লেদার গুডস নামীয় কারখানা প্রতিষ্ঠা করে দিনে দিনে সফলতার মুখ দেখতে শুরু করেছেন মাত্র। শিল্পায়ন কাজে সরকার সন্তুষ্ট হয়ে নারী উদ্যোক্তা হিসেবে প্রশংসিত হন। চামড়া শিল্পে শ্রেষ্ঠ এসএমই মাইক্রো ক্যাটাগরি ২০২০ অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন।
সরকারের সহায়তায় গাইবান্ধার মতো পিছিয়ে পড়া জেলা শহরে এই চামড়া শিল্পের প্রসার ঘটাতে সরকারের কাছে থেকে গাইবান্ধার বিসিক শিল্প নগরীর ফ্লোর নং এ ১৩-১৪ ক্রয় করেন। সকল কাজের ধারাবাহিকতায় রেজবিন মেশিনারিজ হিসেবে সুইং মেশিন, স্কাইভিং মেশিন ডাবল স্টেশন, রাফিং মেশিন সিঙ্গেল স্টেশন, হাইড্রোলিক সোল প্রেস মেশিন, হিটিং চেম্বার, পানির পাম্পসহ ১২টি সিলিং ফ্যান, টিউবওয়েল, ফার্নিচার, স্টেপ কাটিং মেশিন, সুইং অ্যাম হাইড্রোলিক কাটিং মেশিন দিয়ে কারখানা প্রস্তুতে ব্যস্ত।
এদিকে রেজবিন আন্তর্জাতিক মেলায় অংশ গ্রহণ করার জন্য তার স্বামী সহ এ বছরের ১৩ জুন চীন দেশের সাংহাই চলে যান। চীন দেশ থেকে ফিরে এসে প্রস্তুতকৃত কারখানা পরিদর্শনে গেলে দেখতে পান কারখানার ঘরে তালা লাগানো এবং একটি দরজায় হ্যাজবল্ট ভাঙ্গা, ভিতরে প্রবেশ করে দেখতে পান কোনো মালামাল নাই।
এমনকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার সুইচ বোর্ড, তার ও সুইচ পর্যন্ত চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া এই সমস্ত মেশিনারিজ ও ফার্ণিচার সহ মালামালের মোট মূল্য ৩৫ লক্ষ ৩৮ হাজার টাকা উল্লেখ গাইবান্ধা সদর থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদা রহমান এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন চুরি হওয়া বিষয়টি নিয়ে তদন্ত চলছে।