নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা লেখক-পাঠক মঞ্চের পরিষদ পরিচিতি, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি সাবেদ আল সাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য গাইবান্ধা লেখক-পাঠক মঞ্চের সাধারণ সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লেখক ও সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান ও অধ্যাপক সমীর কুমার সরকার। এছাড়াও অতিথিদের কাতারে থেকে বক্তব্য রাখেন এই কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য লেখক সুলতান উদ্দিন আহমেদ, লেখক ও সাংবাদিক গোবিন্দলাল দাস এবং সহ.সাধারণ সম্পাদক নাসরিন রেখা।
পরবর্তী পর্বে গাইবান্ধা লেখক-পাঠক মঞ্চের পরিষদ পরিচিতি হয়। কমিটির সকল সদস্যগণ পরিচয়ের সংগে সংগে অতিথিদের কাছে থেকে রজনী গন্ধ্যা ও গোলাপের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন । পরিষদ পরিচিতিতে সম্পাদক মন্ডলীসহ মোট ৩৯ জন সদস্য এবং উপদেষ্টা মন্ডলীর ৭ জন সদস্য পরিষদ পরিচিতিতে অংশ নেন। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কমিটির সদস্য ছাড়াও আমন্ত্রিত কবিরা। শেষে সংগীত পরিবেশন করেন পুজা মোদক, প্রত্যয়ী পূর্ণতা, মাসুম আব্দুল্লাহ, জাহেদুল হক প্রমুখ।