মোদাচ্ছেরুজ্জামান মিলু►
গাইবান্ধা লেখক-পাঠক মঞ্চের সাহিত্য আসর ও লেখক সুলতান উদ্দিন আহমদের গ্রন্থ ‘একেশ্বরবাদ ও ইসলামের বিজয়’ গ্রন্থের মোড়ক উন্মেচন অনুষ্ঠান শনিবার (১৯ আগস্ট) স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি ও লেখক সাবেদ আল সাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লেখক-পাঠক মঞ্চের সাধারণ সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলরু স্বাগত বক্তব্যের পর বইটির মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, উন্মেচিত গ্রন্থের লেখক সুলতান উদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, সাংবাদিক ও সাহিত্যিক গোবিন্দলাল দাস, প্রফেসর সমীর কুমার সরকার, অনুষ্ঠানের সভপাতি ও লেখক-পাঠক মঞ্চের সভাপতি কবি সাবেদ আল সাদ, নিয়াজ রহমান লোটন, কবি নাসরীন রেখা, নাট্যজন আলমগীর কবির বাদল ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন নিয়াজ রহমান লোটন, মোদাচ্ছেরুজ্জামান মিলু, নাসরীন রেখা, মমতাজ রেখা, লিপু রহমান, সুশান্ত কুমার দেব,জায়েদা আঙ্গুরী মিনু, অঞ্জলী রানী দেবী, আফরোজা লুনা, নাজিরা জাহান, মোর্শেদা বেগম, নাবিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন নাট্য ব্যক্তিত্ব শাহ আলম বাবলু।
উন্মেচিত গ্রন্থের ওপর আলোচনা করেন লেখকের কন্যা ও ভাতগ্রাম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা সুলতানা বিথী।