Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৭-২০২৩, সময়ঃ সকাল ০৮:৪৭

গাইবান্ধা লেখক ফোরামের সাহিত্যপাঠ আসর

গাইবান্ধা লেখক ফোরামের সাহিত্যপাঠ আসর

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►

গাইবান্ধা লেখক ফোরামের সাহিত্যপাঠের আসর শনিবার সন্ধ্যায় সাংবাদিক, সাহিত্যিক ও বিশিষ্ট নাট্যকার সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্যপাঠের মধ্যে ছিলো আলোচনা ও কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তির পূর্বে গাইবান্ধা লেখক ফোরামের কমিটিকে পুর্নগঠন করে সকলের মাঝে উপস্থাপন করা হয়।

কমিটিতে সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরকে সভাপতি, অ্যাড. কাসেম ইয়াসবীর ও উপাধ্যাক্ষ নাসরীন রেখাকে সহ সভাপতি, লেখক মোদাচ্ছেরুজ্জামান মিলুকে সাধারণ সম্পাদক, অঞ্জলী রানী দেবীকে সহ-সাধারণ সম্পাদক, সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক, শাহনাজ আমীন মুন্নিকে যুগ্ম সম্পাদক, মোর্শেদা বেগমকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, জিয়াউল হক কামালকে অর্থ সম্পাদক করা হয়।

এছাড়াও উপদেষ্টা মন্ডলীতে আছেন- কবি সরোজ দেব, সাংবাদিক ও সাহিত্যিক গোবিন্দলাল দাস, সাংবাদিক ও সাহিত্যিক মশিয়ার রহমান খান, সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, সাহিত্যিক ও সাংবাদিক দেবাশীষ দাশ দেবু, সাহিত্যিক ও সাংবাদিক রনজিৎ সরকার।

মোট ২৫ জন কমিটির সদস্যদের মধ্যে অন্যান্যদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। আলোচনা ও কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা মন্ডলী ও সম্পাদক মন্ডলীর সকলেই। এছাড়াও কবিতা আবৃত্তি করেন-গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, অধ্যাপক জায়েদা আনোয়ারী মিনু, অধ্যাপক শরীফা ইসলাম রানী, অধ্যাপক সিদ্দিকা ফেরদৌস তরু, কবি পিটু রশিদ, সাংবাদিক ও সাহিত্যিক আফরোজা লুনা, নাবিল আহমেদ ও বিশ্বজিত কুমার। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব তার লেখা ৮টি বইয়ের সেট কবি ও লেখকদের মাঝে উপহার দেন।  
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad