নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুল মিয়া (৩৫) ও শিপন মিয়া (২২) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ (বুধবার, ১৫মে) দুপুরে গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রি পাড়া ও সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘির জোবায়ের আলীর ছেলে ফুল মিয়া এবং সাঘাটা উপজেলার মোখলেছুর রহমানের ছেলে শিপন মিয়া।
স্থানীয়দের বরাতে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোসাব্বির হোসেন মাধুকরকে জানান, ফুল মিয়া অন্যদের সঙ্গে গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যায়। দুপুরে হঠাৎ করে বজ্রপাত হলে গুরুতর আহত হন ফুল মিয়া। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন মাধুকরকে জানান, শিপন মিয়া তার জমিতে ধান কাটতে গেলে দুপুর ১টার দিকে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় কাটা ধানের বোঝা ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় শিপনের মাথার ওপর বজ্রপাত হয়। এতে শিপনের মাথার একাংশ পুড়ে ঝলসে গুরুতরভাবে আহত হয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।